যৌবন ঘাটে বসন্ত হাওয়ার মিষ্টি ছোঁয়া লেগে
একটি চাওয়া ছোটাছুটি করে সুপ্ত নিদ্রা ভেঙে,
অসহনীয় ইচ্ছা লুটিয়ে পড়ে প্রেম স্পর্শ পেতে
প্রিয়’র লোমশ বুকে মাথা রেখে চাই শান্তি খুঁজতে।
বর্ষা মুখর বাদলা দিনে বসন্ত নামে অনুভবে
বসন্ত বাতাসে প্রেম নদীতে উন্মাদনা জাগে
প্রিয়জন যেনো বিরহ হৃদয়’টা, নিয়ে যায় কেঁড়ে
মুমূর্ষু প্রেম আঁচল তলে, কষ্ট তারা খসে পড়ে।
বর্ষা এলেই প্রিয়ার স্পর্শ ছোয়া পাই ধমনীতে
স্রোতে ভাসা তরঙ্গের ঝাঁঝাল গন্ধ পাই অনুভবে,
মনে হয় যেনো, জড়িয়ে ধরে বলছে কানে কানে
আদরে আদরে ভরিয়ে দেও বর্ষা মধুর এই ক্ষণে।
মুহুর্তেই ধৈর্যের পরীক্ষা নেমে আসে গুপ্ত দ্বারে
প্রেম আকাশে যেনো কালো মেঘের ছায়া পড়ে,
যতদিন আছি বেঁচে ততদিন বসন্ত থাকবে প্রাণে
বর্ষায় ভিজে বসন্ত হাওয়ায় পুড়বো বিরহ আগুনে।