সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রামঃ ০৮.০৮.২২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার ( ৮আগষ্ট) উপজেলা পরিষদের নতুন হলরুমে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান,চেক বিতরণ, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বঙ্গমাতার জীবনী তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম , প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা মতিয়ার রহমান নান্টু, পিআইও মোফাখখায়রুল ইসলাম সুরুজ, উপজেলা প্রকৌশল ওয়াসীম আতহার, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপার ভাইজার নীখিল চন্দ্র বর্মন,নাগেশ্বরী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম সাজাহান কবির, সহকারী পল্লী উন্নয়ন অফিসার লোকমান হোসেন । উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার নীহার রঞ্জন বর্মা পরিচালনায় ও অফিস সহকারী শাহীন মাহামুদের সহযাগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।