যেটুকু ছিল আদ্রর্তা
উবে গেছে ,
দুপুরের চিটেহীন রোদে।।
শুষে নেওয়ার মতো
আর কিছুই নেই,
শূন্য ফোলা এই কাঁধে ।।
ঠনঠনে হাড়
যেন কঙ্কাল ।।
গলে গলে আসে
গোস্ত চর্ম ছাল ।।
বুকে আজ, নেই সাজ
মরুভূমি সাহারা।।
ভেঙে পড়বেই মজ্জা ,
কেন ? এত পাহারা ।।
দেনা পাওনার দিনে ,
নাই অনুরাগ, বিভাজন ।।
সর্প জ্বলূনি মনেতে জ্বলে
সর্বদা অনুক্ষণ ।।