অনন্ত আকাশের দিকে চেয়ে যেটুকু চিনেছি আকাশকে
তারও অধিক কিছু চিনেছি অন্ধকার কিংবা জোছনার আলো,
রাতের নক্ষত্রের প্রতিনিধির মতো জেগে থেকে
কতবার হারিয়েছি আকাশ মাটির গল্পে!
দু’চোখের সীমানা পেরিয়ে মেলেছি পাখা অলক্ষ্য ভাবনায়
তোমাকে ছোঁয়া যায়নি তবুও যেন আর
সেইসব দিনরাত্রির মতো
সেইসব বিকেলের ছায়ার মতো কিংবা
অনামী সেইসব বেদনার মতো।
কেবল মাত্র তোমার মুখটি এঁকেছি গহন অন্ধকারে
তোমার পলাশ রাঙা চৈত্রের হাওয়া মেখেছি দু’চোখে
কেবলই খরায় পোড়া বসন্ত বিলাপে বার বার।