হিরক খান, মেহেরপুরঃ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি মূলক সভার আয়োজন করেছে ৮ নং ওয়ার্ড বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার সময় শালিকা গ্রামের ৮ নং ওয়ার্ড বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এ প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়।
৮নং ওয়ার্ড বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলঙ্গীর হোসেন(মেম্বার)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন সানু,যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াসিম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনিছুর রহমান।
বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজিদ আহাম্মেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন ভনা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহাম্মেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।