মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজারঃবেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জোনের আওতাধীন কক্সবাজার এরিয়ার অন্তর্ভুক্ত ডুলাহাজারা ব্রাঞ্চের কর্ম এলাকার মেদাকচ্ছপিয়া নামক জায়গায় পদক্ষেপের নিজস্ব জায়গায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। পদক্ষেপের নিজস্ব ৫০ শতক জমির উপর বিভিন্ন জাতের ৫০ টি ( ফলজ, বনজ, ঔষধি) চারা রোপন করা হয়। কর্মসূচীতে পদক্ষেপ চট্টগ্রাম দক্ষিণ জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মিজানুর রহমান, কক্সবাজার এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ নবীউল ইসলাম, জোনের সিনিয়র ম্যানেজার (এডমিন এন্ড একাউন্স) মাসুদুর রহমান সহ ডুলাহাজারা ব্রাঞ্চের সকল কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পদক্ষেপের এ মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “গাছ লাগান, জীবন বাঁচান” শ্লোগানকে সামনে রেখে পরিবেশ বান্ধব সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পদক্ষেপের মতো সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।