দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদায় পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে দামুড়হুদা উপজেলা প্রশাসন, পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, দামুড়হুদা প্রেসক্লাব, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দফতর। পুষ্প স্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী সহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী । এসময় অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম আশরাফুল আলম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদ। দিবসটি পালন উপলক্ষে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শোক র্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা ফারহানা ওয়াহিদ তানি, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, উপজেলা স্যানেটারী পরিদর্শক জামাত আলী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গণ প্রমুখ। দিবসটি পালন উপলক্ষে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে একাংশ উপজেলা অডিটোরিয়াম হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক র্যালী ও আলোচনা সভা করেছে। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী সহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন বগা, আঃলীগ আবুল হাশেম, ইমতিয়াজ হোসেন, জোনাব আলী, যুবলীগনেতা আব্দুল হালিম ভুট্টু, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম, যুবলীগনেতা রকিবুল হাসান, ছাত্র লীগনেতা আরজু আহমেদ রাকিব প্রমুখ। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের অপর অংশ, শোক র্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভা করেছে। দামুড়হুদা সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আঃলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ্যাড.আবু তালেবের সঞ্চালনায় এসময় অতিথি ছিলেন আঃলীগ নেতা আব্দুল হামিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাবু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, যুবলীগনেতা জাহাঙ্গীর হোসেন, আব্দুল মালেক ভূঁইয়া, জহুরুল ইসলাম ফকির, বুলবুল আহম্মেদ সহ আঃলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।
এদিকে, দামুড়হুদা উপজেলা যুবলীগের একাংশ এ উপলক্ষে শোক র্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেছে। দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এস এম মহাসিন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, খোকা, আবু বক্কর ছিদ্দিক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ্যাড.আবু তালেব, উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক ভূঁইয়া, জহুরুল ইসলাম ফকির, কাওছার আলী, আনোয়ার বিশ্বাস, হাবিবুর রহমান হাবীব, হায়দার আলী, মিঠু বিশ্বাস, ইউসুফ আলী, । এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা খালিদ হাসান, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাইদুর রহমান, নাসিম, হাতেম আলী, স্বপন, সণ্জু আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, ছাত্রলীগ নেতা শাহীন মোল্লা, এমএ করিম প্রমুখ।
এছাড়াও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, আঃনেতা ইমতিয়াজ হোসেন, জোনাব আলী সহ আঃলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ ইউপি সদস্যবৃন্দ।