হেলাল হোসেন কবিরঃ লালমনিরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলো’র লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলাসহ ৫ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সারাদেশে সাংবাদিক হয়রানী, নির্যাতন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস. আর শরিফুল ইসলাম রতন-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার নির্বাহী সদস্য আবির হোসেন সজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওছার মাহমুদ, সাঈদ মাহমুদ, এসকে সাহেদ, সহসাধারণ সম্পাদক সাহিদ বাদশা বাবু, কোষাধ্যক্ষ হেলাল হোসেন কবির, প্রচার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দৈনিক জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক যুগের আলো লালমনিরহাট প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি রুহুল আমিন বাবু, একাত্তর টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি উত্তম রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের আহবায়ক নিমাই চন্দ্র রায় প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কব ফারুক আহমেদ সূর্য প্রমুখ।
এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন মহলসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।