মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পক্ষিয়া ইউনিয়নের ২ হাজার মানুষের মাঝে মধ্যহৃ ভোজের আয়োজন করেন ৮নং পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন সর্দার।
১৫ আগষ্ট সোমবার দুপুরে দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের পর
পক্ষিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতা-কর্মী ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে এই মধ্যহৃ ভোজের আয়োজন করেন তিনি।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বলেন,দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বিশ্বাসঘাতক বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবারে হত্যা করে।
স্বাধীনতা বিরোধীরা আজও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। কোন যড়যন্ত্রই কাজ হবে না। প্রধানমন্ত্রীর জন্য সকলে দোয়া করবেন। এসময় তিনি সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি ও ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপির দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৮ নং পক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টার,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ উদ্দিন খান,পক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আইয়ুব আলী মাতাব্বর,ইউপি সদস্য মোঃ হুমায়ন কবিরসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য।