রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ, নারায়ণগঞ্জঃ ১৭ আগষ্ট, বুধবার হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়রে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব আফাজ উদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য নাতি জনাব মঈন উদ্দিন আহমেদ বাদল সাহেবের নেতৃত্বে একটি প্যানেল অপরদিকে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের ভাই বজলুর রহমানের নেতৃত্বে অপর একটি প্যানেল প্রতিদ্বন্ধীতা করে। সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকে।মোট ৮৪৭ ভোটারের অংশগ্রহণে সর্বমোট ৭৯৭ ভোট কাস্ট হয়।আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যথেষ্ট সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। বিশেষ করে সোনারগাঁ থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক ছিলো।
ফলাফল ঘোষণার পর জানা যায় বাদল পরিষদের পূর্ণ প্যানেল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী প্রার্থীরা হলেন- মোঃ কাউছার হোসেন (৩৭৮ ভোট), মোঃ সালাউদ্দিন (৩৪৮ ভোট), মোঃ সোলায়মান আহমেদ সুমন (৩৪৬ ভোট), মোঃ সোলায়মান (৩৩৫ ভোট), সংরক্ষিত মহিলা অভিভাবক তাহামিনা আক্তার রুনা (৪১৬ ভোট),
পুরুষ শিক্ষক প্রতিনিধি হুমায়ন ১৬ ভোট ও মালেক ১৩ ভোট পেয়ে এবং সংরক্ষিত মহিলা শিক্ষক নারগিস সুলতানা ১০ ভোট পেয়ে বিজয়ী হন।
এলাকাবাসীর মতে, বজলুর রহমান প্যানেল হেরে গেলেও ভোটারগন উভয়কেই যথাযথ মূল্যায়ন ও যোগ্য অভিভাবকের দৃষ্টি দেখে যাবে। তাছাড়া সাধারণ জনগণের বিশেষ দৃষ্টি থাকবে মঈন উদ্দিন আহমেদ বাদলের প্রতিশ্রুতির দিকে, যা তিনি নির্বাচনের পূর্বে ভোটারদের অবগত করেছিলেন।