স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃখুলনার দাকোপ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাই তামার তার সহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। থানাপুলিশ গোপন সুত্রে জানতে পেরে গত ১৭ আগষ্ট ভোর রাতে দাকোপের বড় খলষা নদীর ত্রী- মোহনার তীরে এক ইঞ্জিন চালিত ট্রলারে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ২১২ কেজি তামার তার যার আনুমিক বাজার মুল্য দুইলক্ষ্য বার হাজার টাকা এ সময় দু’জন কে গ্রেফতার করা হয়। গেফতারকৃত কয়রা উপজেলার মজিদকুড় গ্রামের মৃত আরশাদ সরদারের পুত্র তুহিন সরদার(২৩) অপরজন চালনা বাজারের মিলন গাজীর পুত্র রবিউল গাজী (২৫) জানা যায় পুলিশের উপস্হিতি পেয়ে এশতেক শেখ এবংমোজাফফর শেখ নামের দুই আসামী পালিয়ে যায়।এ সময় পুলিশ আসামীসহ আটককৃত মালামাল ও ট্রলারটি জব্দকরে থানা হেফাজতে নেয়। দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্তের নির্দেশে অভিযান পরিচালনার নেতৃত্বদেন থানাপুলিশের উপপরিদর্শক চিরঞ্জিত মন্ডল। দাকোপ থানা পুলিশের উপপরিদর্শক চিরঞ্জিত মন্ডল বাদী হয়ে দাকোপ থানায় পেনাল কোর্ড ৩৭৯ও ৪১১ ধারায় মামলা দায়ের করেছে।যা দাকোপ থানায় মামলা নং ১১তাং ১৭,০৮,২০২২