তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ১০টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৯আগস্ট) তাহিরপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এ জরিমানা করেন। এ সময় জ্বালানি তেলসহ অন্যান্য নিত্যপণ্যে নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ১০ দোকানিকে তেইশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রোকন উদ্দিন,সাংবাদিক রাজন চন্দ, আনসার সদস্য, পুলিশ সদস্য, ও বাজার কমিটির নেতৃবৃন্দ , তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, জ্বালানি তেলসহ অন্যান্য নিত্যপণ্যে নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ১০ দোকানিকে তেইশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান উপজেলাব্যাপী পরিচালনা করা হবে।