
গাজীপুরে আজ পুলিশের অভিযানে গাড়ির কাগজপত্র চেকিং অভিযান চলছে

এম এ হানিফ রানা – সিনিয়র স্টাফ রিপোর্টার “কথায় বলে নিয়ম মেনে কাজ করো, সুখি একটি সমাজ গড়ো”। যেখানে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সেখানে জীবন ঝড়ে যাওয়ার অন্যতম প্রধান একটি কারন হলো সড়কে গাড়ি দূর্ঘটনা। প্রতিদিন কত শত মানুষ এই দূর্ঘটনার স্বীকার হচ্ছে। তাই একান্ত প্রয়োজন হলো নিয়মিত যানবাহনের উপর মনিটরিং করা। আজ গাজীপুরের বিভিন্ন ব্যাস্ততম সড়কে পুলিশ সদস্যগন একসাথে বিভিন্ন গাড়ির কাগজপত্র চেক করছে এবং যথাযথ ব্যবস্হা গৃরহন করছে। তারই অংশ হিসেব গাজীপুরের প্রধান একটি পয়েন্ট গাজীপুর জয়দেবপুর বাসস্টান্ডে এই টহল কার্যক্রম পরিচালনা করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এএসআই মোঃ দেলোয়ার হোসাইনের পরিচালনায় এই কার্যক্রম আরো উপস্থিত ছিলেন অনান্য পুলিশ সদস্যগন। এসময় অনেক বেপরোয়া মোটরসাইকেল সহ সন্দেহ জনক হলে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরিক্ষা নিরক্ষা করা হয় এবং সমস্যা অনুযায়ী যথাযথ ব্যবস্হা গ্রহন করতে দেখা যায় এবং হাসিমুখে সচেতনা মূলক ভাবে বিভিন্ন পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। আজকের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে এই দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন,, এটি আমাদের একটি নিয়মিত চেকিং হতে কার্যক্রম আমরা সন্দেহ জনক হলে যানবাহনগুলো থামাচ্ছি এবং কাগজ পএ, গাড়ির ফিটনেস, হেলমেট আছে কিনা অথবা অনান্য নানান সমস্যা গুলো দেখি এবং সেই অনুযায়ী ব্যবস্হা গ্রহন করছি । এখানে যদি আপনার গাড়ির কাগজপত্র ঠিক থাকে, তাহলে কোনো সমস্যা নেই। কাগজপত্র না থাকলে জরিমানা হতে পারে বা অন্য আইনী পদক্ষেপ নেওয়া হতে পারে। আমরা চাই সকলে আইন মেনে যানবাহন চলাচল করুক এবং সড়কের পরিবেশ সুন্দর রাখুক। উল্লেখ্য, আজ ২৪-০৬-২৫ তারিখে, গাজীপুরে পুলিশ একযোগে সকল গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করছে। সাধারণত, এই ধরনের চেকিং ট্রাফিক আইন ও নিয়ম-কানুন কঠোরভাবে পালনের জন্য করা হয়। যদি আপনার গাড়ির কাগজপত্র যেমন – রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্স, ট্যাক্স টোকেন ইত্যাদি সব ঠিক থাকে, তাহলে কোনো সমস্যা নেই। তবে, কোনো কাগজপত্র অসম্পূর্ণ বা মেয়াদোত্তীর্ণ হলে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে, জরিমানা হতে পারে, অথবা আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হতে পারে।