
পুঠিয়ায় হিন্দু মুদি ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী পুঠিয়ায় ভালুকগাছি ইউনিয়নের পশ্চিমভাগ বাজারে শ্রী অনুপ কুমারের দোকানে এ ঘটনা ঘটে জানাযায় উপজেলার পশ্চিমভাগ বাজারের মৃত অরুন কুমারের ছেলে শ্রী অনুপ কুমার দীর্ঘদিন যাবত তার নিজ বাজারে নিজের বসতবাড়ির সামনে মুদি দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন। বুধবার ২৫-০৬-২০২৫ ইং আনুমানিক সকাল ৮টার সময় ৭/৮ জন মিলে শ্রী অনুপ কুমারকে মারার উদ্দেশ্যে আসলে তাকে না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে চলে যায়। এ বিষয়ে শ্রী অনুপ কুমার পুঠিয়া থানায় হাজির হয়ে ৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোঃ সেলিম (৩০), মোঃ শরিফ (২৮), উভয়ের পিতা: মোঃ সাদিক (৫৮) সহ স্থানীয় মোঃ ফজল (৭০) এ বিষয়ে অভিযোগকারী শ্রী আনুপ কুমার বলেন,সেলিমের বিরুদ্ধে নিউজ প্রকাশ হয়েছে সাংবাদিককে কে তথ্য দিয়েছে কোন সাংবাদিক নিউজ করেছে তাও আমার জানা নেই তারা অযথা আমার অনুপস্থিতিতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করে আমার পরিবারকে হুমকি ধামকি দিয়েছি, এমনকি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমি উপায় না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে সেলিমে সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছু জানিনা আমার বিরুদ্ধে যেই অভিযোগগুলা উঠেছে তা সত্য নয়,আমি মনে করি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বানোয়াট ও মিথ্যা। এ বিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কোবির হোসেন বলেন,বিষয়টি আমি জেনেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।