সারাদেশে

বোরহানউদ্দিনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উদযাপিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলা জেলা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার বোরহানউ‌দ্দি‌নে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার উপ‌জেলার বিভিন্ন স্থানে হরিণাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ ও সভা হয়েছে। প‌রে বেলা ৩ টায় বোরহানউদ্দিন উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্ট এর আ‌য়োজ‌নে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যালী সহ হাজার হাজার ভক্ত ভাওয়াল বা‌ড়ি গৌর‌নিতাই আশ্রম ম‌ন্দির থে‌কে রথ টে‌নে বোরহানউদ্দিন পৌর বাজার,থানার মোড় সড়ক সহ উপ‌জেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা কে‌ন্দ্রিয় ম‌ন্দি‌রে এ‌সে শেষ হয় । এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান উ-জ্জামান,কৃ‌ষি কর্মকর্তা গো‌বিন্দ চন্দ্র মন্ডল,উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্টের সভাপ‌তি বাবু তপন কা‌ন্তি দে, সম্পাদক ঠাকুরদাস মিত্র,বোরহানউদ্দিন উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক ও রথযাত্রা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি,বোরহানউদ্দিন পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্ট এর সভাপতি বাবু বিল্টু চন্দ্র দাস, সম্পাদক দিপক চন্দ্র দাস,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,কে‌ন্দ্রিয় ম‌ন্দি‌রের সভাপ‌তি বাবু নারায়ন কর্মকার, সম্পাদক নীল রতন সহ বি‌ভিন্ন ম‌ন্দি‌রের সভাপ‌তি সম্পাদকরা উপ‌স্থিত ছি‌লেন।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *