সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ ০১.০৯.২০২২
কুড়িগ্রাম জেলায় ওএমএসএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকার চাল বিক্রি কার্যক্রম শুরু করেছে । বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের খলিলগঞ্জ বাজার এলাকার খেজুরতলা মোড়ে জেলাজুড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো: জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, খাদ্য মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো: এরশাদুল হক প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সারা জেলায় ২৮জন ডিলারের মাধ্যমে প্রতিদিন দুইটন করে চাল ওএমএসএস’র চাল বিক্রিল করা হবে। ৩০ টাকা কেজি দরে প্রতিজন ৫ কেজি করে চাল নিতে পারবে। টিসিবি’র কার্ডধারীরাও পাক্ষিকভাবে এই সুযোগের আওতায় আসবেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সমগ্র জেলায় প্রতিজন উপকারভোগী ১৫ টাকা কেজি দরে ৩০কেজি করে চাল ক্রয় করতে পারবেন।
এজন্য ২৬৮ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। জেলায় মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ১লক্ষ ৪৪হাজার ৬৪৫জন।
রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার যেমনটি চাচ্ছেন কোন মানুষ গৃহহীন থাকবেনা, তেমনি কাউকেই অভুক্ত রাখা হবে না। সে লক্ষ নিয়ে প্রশাসন ও জনপ্রতিধিরা কাজ করে যাচ্ছেন।