জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পূর্ব রেষারেষি ও পাওয়ার ট্রলি দিয়ে জমিতে রোপণকৃত ধানক্ষেত নষ্ট করার প্রতিবাদ করায় ভেড়ামারার পল্লীতে মালেকা নামের এক মহিলাকে বিভিন্ন ভাবে হুমকিসহ অকথ্য-অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভেড়ামারা থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ মন্ডলপাড়া গ্রামের মৃতঃ সদর উদ্দিন মন্ডল’র রেখে যাওয়া স্থাবর সম্পত্তি ওয়ারিশগণের মাঝে বিলিবন্টন না হওয়ায় অভিযোগ দায়েরকারী মালেকা’র ভাই একেএম নুরুন্নবী কালাম দীর্ঘদিন ধরে পৈত্রিক ঐ সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে আসছে। এনিয়ে অনুষ্ঠিত শালিসি বৈঠকেও নুরুন্নবী কালাম সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে অপারগতা জানায়। এমতাবস্থায় মালেকা ফকিরাবাদ মৌজার ৫৬৭ ও ৭৯২ দাগের ফকিরাবাদ বাঁধের মাঠে ১বিঘা জমিতে চারা ধান রোপণ করলে নুরুন্নবী কালামসহ তার ২ছেলে রুবেল ও রবিন পাওয়ার ট্রলি দিয়ে সেই রোপণকৃত ধানক্ষেত বিনষ্ট করে। রোপণকৃত ধানক্ষেত নষ্ট করার বিষয়ে মালেকা নুরুন্নবী কালামকে জিজ্ঞাসা করতে গেলে বিবাদীগণ তাকে অকথ্য-অশালীন ভাষায় গালিগালাজসহ নানাভাবে হুমকি প্রদান করে। এমতাবস্থায় মালেকা ন্যায্য বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।।