মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃঈদগাঁও উপজেলার ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ডাব ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। আজ সকালে ডাব পাড়তে গাছে উঠলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি উত্তর পাড়ার নুর আহমদ প্রকাশ নুরু ড্রাইভার এর তৃতীয় পুত্র মোঃ তারেক (১৮) একজন ক্ষুদ্র ডাব ব্যবসায়ী। সে এলাকার বিভিন্ন স্থান থেকে ডাব সংগ্রহ করে ঈদগাঁওর বিভিন্ন আড়তে সরবরাহ করে আসছিল। সে নিজে ডাব কিনে এবং ডাব পাড়েও।
আজ সকালে সে পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নে ডাব পাড়তে গাছে উঠে। সে গাছের ডাল বসলে পার্শ্ববর্তী বিদ্যুৎ লাইন থেকে ডালটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে সে বিদ্যুৎ সৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায়। দ্রুত তাকে ঈদগাঁও বাজারের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
একই ইউনিয়নের প্রাক্তন প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, নিহত যুবকের বাড়ি তার ইউনিয়নে। দীর্ঘদিন সে ডাব ব্যবসার সাথে জড়িত। কয়েক মাস পর তার বিয়ে হওয়ার কথা ছিল।
নিহতের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ও রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফারুক জানান, একই দিন বাদে এশা ঢালার দোয়ার জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন স্থানীয় আলেমে দ্বীন ও বিশিষ্ট বক্তা উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ। পরে তাকে ঢালার দোয়ার জানাজা মাঠে দাফন করা হয়। এর আগে নিহতের পিতা কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের কাছ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি নিয়ে আসেন।