সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃআসন্ন জেলা পরিষদ নিবার্চনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। আগামী ১৭ অক্টোবর নির্বচনের সম্ভাব্য তারিখ ঘোষনা হওয়ার পর থেকে সম্ভাব্য জেলা পরিষদ সদস্য প্রার্থী নাগেশ্বরী উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে ও সংরক্ষিত মহিলা সদস্য নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার ২৭ টি ইউনিয়নে র্নিধারিত ভোটারদের সমর্থন ও মন জয় করার লক্ষে প্রচারণা চালাচ্ছেন।
এ বছরেই প্রথম বারের মত প্রত্যেক উপজেলা থেকে একজন জেলা পরিষদ সদস্য এবং তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়ন করা হবে, নিবার্চন কমিশনের এমন ঘোষনার পর থেকে সম্ভাব্য এ সকল প্রার্থীরা উপজেলার পৌরসভাসহ ১৪ ইউনিয়নে ও সংরক্ষিত মহিলা সদস্য ৩ উপজেলার ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সাথে কুশোল বিনিমিয় ও ভোট চাওয়া শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীরা হলেন সাবেক জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, সাবেক জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, সাবেক কাউন্সিলর মমিনুর রহমান ভোলা, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, মিনারা পারভিন মিনু ও মাসুদা আক্তার ডেইজি। নাগেশ্বরী উপজেলায় মোট ভোট সংখ্যা ১৯৮, ফুলবাড়ী উপজেলার মোট ভোট সংখ্যা ৮১ ও ভুরুঙ্গামারী উপজেলার মোট ভোট সংখ্যা ১৩৩ টি বলে জানান নাগেশ্বরী নিবার্চন অফিসার আনোয়ার হোসেন।