নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীর বাগমারায় সরকারী বাড়ি পাচ্ছেন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজন।
মুজিব শতবর্ষ উপলক্ষে আবাসন প্রকল্প-২ এর আওতায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের লোকজনের মাঝে বাড়ি নির্মাণ করে দেবেন সরকার।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুরে গৃহ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।
আবাসন প্রকল্প-২ এর আওতায় দুটি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হবে। মচমইল বাজারে দীর্ঘদিন থেকে বসবাস করছেন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজন। দেশে কোন পরিবার গৃহহীন থাকবে না জাতির জনকের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গৃহহীনকে ঘর নির্মাণের লক্ষ্যে প্রকল্প চালু করেছেন। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মাঝে গৃহ নির্মাণের স্থান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন হাট-গাঙ্গোপাড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুফি এববার
আহম্মেদ বকসী সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান বলেন, দেশের প্রতিটি গৃহহীনকে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। সেই লক্ষ্যে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য আলাদা প্রকল্পের মাধ্যমে পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
বিশেষ করে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজন অন্যের জমিতে বসবাস করে থাকে তাই তাদেরকে সরকার একটা স্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দিচ্ছেন।
জায়গা পরিদর্শন শেষ করেছি দ্রুতই ঘর নির্মাণ করা আরম্ভ করা হবে।