মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুরে আলো ছড়াচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের গড়ে তোলা প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে সারা বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় শেরপুর উপজেলা বিশালপুর ইউনিউনের কচুয়াপাড়া গ্রামের গোলাম ফারুকের স্ত্রী মোছা শারমিন আক্তার তার নিজ বাড়িতে প্রায় ৩০ জন ছাএ-ছাত্রী নিয়ে গড়ে তুলেছে প্রাক প্রাথমিক বিদ্যালয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮ টা থেকে ১০.৫০ মিঃ পর্যন্ত ছাএ ছাএীদের ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষিকা মোছা শারমিন আক্তারের সাথে কথা বলে যানা যায়, প্রায় পাঁচ বছর ধরে শিক্ষীকার দ্বায়িত্ব পালন করে আসছেন তিনি। এসময় আরও বলেন, সরকার যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাবো। ২-৫ বছরের বাচ্চাদের নিয়ে আমরা বিদ্যালয় গড়ে তুলেছি, এতে অল্প বয়সের বাচ্চাদের আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নানান সামাজিক কাজে আগ্রহ করে বেড়ে তুলছি, তাই সরকার যদি আমাদের পাশে থাকে তাহলে বঙ্গবন্ধুর গড়ে তোলা ইসলামিক ফাউন্ডেশন, প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র আরো উন্নত হবে বলে আমি আশাবাদী