এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং-রাজ-৪১৫ গোবিন্দগঞ্জের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে এসে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলণ করেন পরাজিত প্রার্থীরা।
উক্ত সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন, অত্র সংগঠনের কার্যকরি সভাপতি প্রার্থী সাইদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, গত ১৭ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ সরকারী কলেজ মাঠে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের ঘোষনা থাকা শর্তেও নির্বাচন কমিশন সেই শর্ত ভঙ্গকরে সন্ধ্যা ৬.২০ মিনিট পর্যন্ত অবৈধ ভাবে অবৈধ ভোটার দ্বারা ভোট গ্রহণ করেন।এ ছাড়াও নির্বাচন কমিশন কোন ঘোষনা ছাড়াই সকাল ৮ টা থেকে দুপুর ১.৪০ মিনিট পর্যন্ত ভোট চলাকালে হঠাৎ করে প্রার্থীগণের নিষেধ শর্তেও টোকন ছাড়াই পরিচয়পত্র জমা না দিয়ে বিশৃঙ্খলা ভাবে শ্রমিকের ভোটার ছাড়া সাধারণ জনগণ দ্বারা ভোট গ্রহণ করেন। নির্বাচন শেষে কমিশনের কাছে প্রার্থীগণ কত ভোট কাষ্ট হয়েছে জানতে চাইলে বলেন ২৪৫৮ ভোট কাষ্ট হয়েছে। তবে ভোট গনণার সময় এর কোন মিল নেই। তিনি আরো বলেন,ব্যালট পেপারে পুলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের কিছু ব্যালটের অপজিটে স্বাক্ষর থাকলেও কিছু ব্যালটে স্বাক্ষর ছিলো না। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রার্থীগণ অভিযোগ করলেও তাহার কোন প্রতিকার পাননি বলে বক্তব্যে উল্লেখ করেন। তাই এই কারচুপি ও অনিয়মের ভোট বাতিল করে পূর্ণভোটের দাবী জানান। এ সময় সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন, সহ সভাপতি প্রার্থী সুমন মন্ডল, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্ল্যাহ আল (লাবিব), সহ সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রার্থী ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী রেজাউল করিম, প্রচার সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রার্থী শ্রী দেবব্রত চক্রবর্তী (দীপক), সড়ক সম্পাদক প্রার্থী মোস্তাফিজুর রহমান মুন্নাফ চৌধুরী।