বাগেরহাট,জেলা প্রতিনিধিঃবাগেরহাটের কচুয়া উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,কচুয়ার আয়োজনে উপজেলা সরকারী পুকুরে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এদিন কচুয়া উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে ছোট-বড় মোট ২৫ টি জলাশয়ে ৩৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।