সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।।। শুক্রবার গভীর রাতে (২৬ সেপ্টেম্বর দিবাগত রাত) রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুনুর মোঃ আক্তারুজ্জামানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে,আকস্মিক অগ্নিকান্ডে বাড়ির ২টি কক্ষের মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। তারা প্রতিপক্ষের শত্রুতা মূলক অগ্নিসংযোগের সন্দেহ করেন। এলাকাবাসীর মতে, রাতে ওই বাড়িতে গেট লাগা থাকে এবং সেখানে অন্যের প্রবেশের সুযোগ নেই। এছাড়া ঘটনার সময়ও বাড়ির গেট ভিতর থেকে লাগা ছিল বলে জানান এলাকাবাসী। তবে আবুনুরের নামে থানায় মামলা থাকায় তিনি বেশ কিছুদিন ধরে রাতে বাড়িতে থাকেন না এবং ঘটনার রাতেও ছিলেন না বলে তারা জানান। উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সওদাগড় বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারনা করা যাচ্ছে সর্কসার্কিট থেকে আগুনের সূক্রপাত হয়েছে এবং এতে ২থেকে ৩লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান পিপিএম বলেন,এবিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেননি,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।#
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024