এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটবাড়ী ইউনিয়নের আদমপুর গ্রামের নির্মানাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী(আদিবাসী)জনগোষ্টির সাংস্কৃতিক কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের
বাগদা বাজারে আঞ্চলিক মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন,কাটাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছামিউল আলম রাশু, আদিবাসী নেতা চরন মুরমু, গণেষ মরমু, লিবিও হাসদা বক্তব্য রাখেন। এ মানববন্ধেনে তারা বলেন, আদমপুর গ্রামে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র একাডেমি হলে কিছু আদিবাসী লাভোবান হবেন।এতে আদিবাসী শিক্ষা সাংস্কৃতিক বিকাশ ঘটবে না। তাই তারা অবিলম্বে আদমপুর থেকে সাংস্কৃতিক কেন্দ্র স্থানান্তর করে
৬ টি ইউনিয়নের আদিবাসী জনগোষ্ঠীর দাবী অনুযায়ী শহরমুখী সড়কের পাশে সাংস্কৃতিক কেন্দ্র করার দাবী জানান।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024