বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ধারাবাহিক পুনর্বাসন কার্যক্রমের আওতায় জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন এলাকায় নির্মিত ঘর হস্তান্তর ও নতুন করে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিনভর উপজেলা দুটিতে জামায়াতের পক্ষ থেকে উপহারসরূপ নির্মাণ করে দেয়া ঘর ও ঢেউটিন বিতরণ কার্যক্রমে সিলেটের নেতৃবৃন্দের পাশাপাশি সুদুর কুমিল্লা থেকে আগত কুমিল্লা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দলও অংশগ্রহণ করেন।
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন স্পটে ব্যাপক আকারে গৃহীত এইসব কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চল টীম সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, কুমিল্লা উত্তর জেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আব্দুল মতিন, সিলেট উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, কুমিল্লা উত্তর জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক আলমগীর হোসেন সরকার, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, মজলিশে শূরা সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, ময়নামতি থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম, দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল, ব্রাক্ষণ পাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকি, ব্রাক্ষণ পাড়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইউনুছ, বাংগরা বাজার উপজেলা আমীর মাস্টার আব্দুর রহীম, তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম হোসেন বিজ্ঞ, মেঘনা উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, চান্দিনা পৌরসভা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, হোমন উপজেলা আমীর মাওলানা সাইদুল হক।
নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়া গ্রামের মোহাম্মদ আলীকে জামায়াতের পক্ষ থেকে নির্মিত ঘর উপহার হিসেবে হস্তান্তর শেষে স্থানীয় দরবস্ত ইউনিয়নের আল-মদীনা সেন্টারের সামনে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন নির্মিতব্য ঘরের জন্য ঢেউটিন বিতরণ করেন। বিকালে কানাইঘাটের শিবনগর গ্রামের আহমদ হোসেনকে উপহারের নবনির্মিত ঘর হস্তান্তর করেন। এছাড়াও শিবনগর গ্রাম, পৌরসভা এলাকা ও ধর্মপুর গ্রামে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে নির্মিতব্য ঘরের জন্য ঢেউটিন বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য। আপনারা সিলেটবাসীর উপর বয়ে যাওয়া দুর্যোগে আমরা ব্যতিত হয়েছি, আপনাদের জন্য দোয়া করেছি। গণ মানুষের সংগঠন জামায়াতে ইসলামী যে কোন দুর্যোগে যে কোন এলাকার মানুষের পাশে দাঁড়ায়। এবারের বন্যায় সিলেটের মানুষের পাশেও অতদ্র প্রহরীর মতো দাঁড়িয়েছিল জামায়াত। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেন ভয়াবহ বন্যায় সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছে দেশের জনগণ। তিনি বলেন মানুষের এই এগিয়ে আসা, সহযোগীতা করা আমাদেরকে আশান্বিত করে। তিনি কুমিল্লা থেকে আগত অতিথিদের সহ যারা বিভিন্ন ভাবে বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানগুলোয় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে জৈন্তাপুরের এবং কানাইঘাট পৌরসভা আমীর মাওলানা বিলাল আহমদের সভাপতিত্বে কানাইঘাট এলাকার ঘর হস্তান্তর ও টিন বিতরণ অনুষ্ঠানগুলোয় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া, কানাইঘাট উপজেলা পেশাজীবি ফোরামের সভাপতি মাওলানা ফয়সল আহমদ, সিলেট মহানগরী শ্রমিকনেতা নজরুল ইসলাম মারুফ, জৈন্তাপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কানাইঘাট পৌরসভা জামায়াতের সেক্রেটারী ইকবাল আহমদ, জামায়াতনেতা জুবায়ের আহমদ, শামিম আহমদ, কামরুল ইসলাম বাবর, ডা: আব্দুল হাদি, মাওলানা মাহমুদুল হাসান, হাবিবুর রহমান, শাহরিয়ার ফাহিম, মাওলানা ফরিদ উদ্দিন, নোমান আহমদ, নুরুল ইসলাম প্রমূখ।