মোঃ মজিবর রহমান শেখঃ প্রযুক্তির ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা এখন প্রায় বিলুপ্তর পথে। আর এই গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে রাজাগাঁও শান্তি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) থানাধীন রাজাগাঁও ইউনিয়নের শিংনাথ পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা গেছে, জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী হাজারও নারী-পুরুষ ভিড় জমিয়েছে পুকুরের চারপাশে। হাঁস খেলায় পুকুরের মাঝ খানে ১টি হাঁস ছেড়ে দেওয়া হয়। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে খেলায় অংশ গ্রহণকারী ১০ জন খেলোয়াড় পুকুরে চারপাশে হাঁস ধরতে ঝাঁপ দেন। সেই সাথে পুকুরের চারপাশে দর্শকদের আনন্দ-উল্লাসে জমে ওঠে খেলাও। এদিকে হাঁস ধরতে খেলোয়াড়দের শুরু হয় হইচই। এতে পুকুরে কখনেও সাঁতার, আবার কখনও ডুবসাঁতার দিয়ে হাঁসের পেছনে ছুটছে খেলোয়াড়রা। আর এই ভাবে দাপাদাপির ছুটাছুটির একপর্যায়ে একটি যুবকের হাতে ধরা দেয় হাঁসটি। সঙ্গে সঙ্গে উৎসুক খেলা প্রেমীদের চিৎকার ও করতালি দিয়ে অভিনন্দন জানানো হয় সেই যুবককে। আনন্দে যুবকটিও হাঁসটি দুই হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন। আয়োজকরা জানান, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। আমরা হারিয়ে যাওয়া খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে শান্তি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই আয়োজন করেছি। এ সময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য নিপেন্দ্রনাথ ঝা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024