মোঃ মহিউদ্দিন,ভোলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) পুলিশ অফিস সম্মেলন কক্ষে এনসিটিএফ এর উদ্যোগে গার্লস টেকওভার বা পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
প্রধান অতিথি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ইফরান জাহান ইশানকে এক ঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতিকী দায়িত্ব অর্পণ করেন। এ সময় প্রতিকী পুলিশ সুপার ভোলা জেলা পুলিশকে নারী-শিশু বান্ধব মডেল জেলা করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, ভোলা জেলা নারী ও শিশু বান্ধব রাখতে ভোলা জেলা পুলিশ বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা ভোলা জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, বিট পুলিশিং সভা, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু হেল্প ডেস্ক সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যা আজকের প্রতিকী পুলিশ সুপারও প্রস্তাবনা দিয়েছেন। তিনি শিশু কিশোরদের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।
এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা, মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল), ভোলা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, পুলিশ পরিদর্শক (ক্রাইম), অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা, এনসিটিএফ এর সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।