মোঃ সাজ উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ সিলেট রানার্স কমিউনিটি’র আয়োজনে ও টাইটেল স্পন্সর ইউনিমার্ট’র সহযোগিতায় হযরত শাহজালাল (রহঃ) স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট শহরে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন ২০২২।
ম্যারাথন উপলক্ষে সিলেট রানার্স কমিউনিটি প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রস্তুতির ১ম ধাপে ৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩টা থেকে দুই ক্যাটাগরিতে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে। ১ম ক্যাটাগরি ২১.১ কিঃমিঃ এ ৪০০ জন এবং ২য় ক্যাটাগরি ১০ কিঃমিঃ এ ৮০০ জন দৌড়বিদ অংশগ্রহণের সুযোগ পাবেন।
১ম ক্যাটাগরি ২১.১ কিঃমিঃ এ রেজিস্ট্রেশন ফি ১৩০০ টাকা এবং ১০ কিঃমিঃ এ রেজিস্ট্রেশন ফি ১১০০ টাকা হিসেবে নির্ধারণ করেছে সিলেট রানার্স কমিউনিটি। অনলাইনে আবেদন করে মোবাইল ব্যাকিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে।
সিলেট রানার্স কমিউনিটি’র এডমিন মোহাম্মদ আবু সালেহ জানান, আগামীকাল বিকাল ৩টা থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সিলেট রানার্স কমিউনিটি’র ফেসবুক পেইজ ও গ্রুপ এবং ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ক্যাটাগরি, ফি ও প্রক্রিয়া জানানো হয়েছে। আশাকরি পূর্বের ম্যারাথন থেকে এবার আরো জাঁকজমকপূর্ণভাবে ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন ২০২২ অনুষ্ঠিত হবে।