মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য প্রদর্শন করার অপরাধে অভিযান চালিয়ে নীলফামারীর ডোমারে দুই ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ই অক্টোবর) সকালে উপজেলার ডোমার পৌর কাঁচাবাজার সহ বেশকিছু প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামছুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য প্রদর্শন করার অপরাধে মেসার্স বাদল স্টোর’র মালিককে ৫ হাজার টাকা ও মুরগী ব্যবসায়ী মাহাবুব কে ৫’শত টাকা সহ মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এতে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। অভিযানে সহযোগিতা করেন—ডোমার থানার এসআই আকমল হোসেন ও সঙ্গীয় ফোর্স।