হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বাড়াদী বাজারের কাছে মটরসাইকেল ও পল্লী বিদ্যুৎ অফিসের পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে রাব্বী আহম্মেদ নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আরো দুই কিশোর আহত হয়। নিহত রাব্বী সদর উপজেলার রাজনগর গ্রামের আজিবরের ছেলে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এদুর্ঘটনা ঘটে। আহত দুই কিশোর মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত দুই কিশোর হলেন, নিহত রাব্বীর চাচাতো ভাই রানা ও আলী হোসেন।
নিহতের পিতা আজিবর হোসেন জানান, রাব্বী ও তার দুই চাচাতো ভাই বিকালে নিজ বাড়ি থেকে মটরসাইকেল যোগে বাড়াদী বাজারে যাওয়ার পথে মশুরিভাজা নামক স্থানে পল্লী বিদ্যুৎ অফিসের সাবসেন্টার থেকে একটি পিকআপ ভ্যান বের হয়ে সড়কে উঠে পড়লে মটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়।
এসময় মটরসাইকেলে থাকা তিন কিশোর সড়কের উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ইমারজেন্সি মেডিকেল অফিসার রাব্বী কে মৃত্যু ঘোষনা করেন।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত কিশোরের লাশ হাসপাতাল থেকে পুলিশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।