এম এ হানিফ রানা,স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চোরাস্তা এলাকায় বাস চাপায় ভ্যানগাড়ীর ৫ আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ১জন।
শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মোঃ আলমগীর হোসেন জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় একটি মাছের ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের বেপরোয়া একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ও গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকা থেকে মাছ কিনে ভ্যানে করে যাচ্ছিল ৪ জন, হঠাৎ বেপরোয়া গতিতে আসা বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। হাসপাতালে পৌছার পর ৫ম ব্যক্তির মৃত্যু হয়।