এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শান্তিরক্ষা মিশনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দুর্ঘটনায় নিহত সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বাড়াক রুয়া মহল্লার সেনা সদস্য শরিফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজের আগে সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় দেয়া হয় আর্ড অফ অনার। তপোধ্বনির মাধ্যমে জানানো শ্রদ্ধা। পরে স্থানীয় শ্রদ্ধা জানায়। এর আগে সকালে ঢাকা থেকে শরিফের কফিনবাহী গাড়ী রওনা দেয়। বেলা দেড়টার দিকে শরিফের নিজ বাড়িতে পৌছে। এসময় হৃদয়-বিদারক দৃশ্যের ও মর্মাহত পরিস্থিতির তৈরী হয়। নিজ এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামের মানুষ শেষ বারের মতো এক নজর দেখতে আসে। পুরো এলাকায় বইছে শোকের অবোহ।
নি¤œমধ্য বিত্ত পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন শরিফ। বাবা-মা, স্ত্রী ও ছোট ভাই-বোন সহ ৬ সদস্যের পরিবার শরিফের। ৬ মাস আগে বিয়ে করেন শরিফ।
গত ৩ অক্টোবর শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনার সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দুর্ঘটনায় মারা যান ৩ সেনা সদস্য। তাদের একজন সিরাজগঞ্জের শরিফ হোসেন।