মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ।
বৃহস্পতিবার (২০শে অক্টোবর) সকালে উপজেলার বোড়াগাড়ী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে তিন প্রতিষ্ঠান মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৫২ ধারায় এক হোটেল মালিককে ৩ হাজার ৫০০ টাকা, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন–২০০৫ (সংশোধিত আইন–২০১৩) এর ৫(ছ) ধারায় আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় এক দোকানদারকে ১ হাজার টাকা, প্রতিষ্ঠানে নো-স্মোকিং সাইনেস প্রদর্শন না করায় ৮(১) ও (২) ধারায় এক হোটেল মালিককে ১ হাজার টাকা সহ মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দ।