রানা খান,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তি,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক নাফিসা আরেফীনের মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ই নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব হুমায়ুন কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আতাহার শাকিল, শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, শ্রীপুর থানার ওসি (অপারেশন )নয়ন কর। অন্যাান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আলহাদ শাজাহান ফকির, শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা জামাতের আমির জনাব নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাংবাদিক টিপু সুলতান ,আব্দুল সালাম, শিক্ষক প্রতিনিধি শাহাবুদ্দিন, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি হাসান হাবিব, ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
নবাগতা জেলা প্রশাসক নাফিস আরেফিন সকলের উদ্দেশ্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে জাতির বৃহত্তর স্বার্থে সকলকে ধৈর্য এবং ঐক্যবদ্ধ থেকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024