লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার গচিহাটার পুরুরা এলাকায় অসহায় জমেলা খাতুনের জমি জোর করে দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে । লিখিত অভিযোগ সুএে জানা যায়, কটিয়াদির পুরুরা এলাকার জামশেদ মিয়ার পৈতৃক বাড়ির জমিতে জোরপূর্বক ঘর তৈরি করে জমি দখল করতে আসে একই এলাকার মফিজের পুএ নুর মিয়া,মুনতাজের পুএ মনু,মলাইয়ের পুএ রৌফ ও বোরহান, সাথে মতি,গোলাপ, জিলু গংরা, গত ১৬ অক্টোবর ২০২২ তাঁরিখে দলবদ্ধ হয়ে ঘর তৈরি করতে আসে এতে বাঁধা দিলে জমশেদের স্ত্রী জমেলাকে তারা হেস্তনেস্ত করে প্রাননাশের হুমকি দেয় বলে অভিযোগ করে জমেলার পরিবারের সদস্যরা।বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন,নুর মিয়া,মনু মিয়াসহ তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা মুখ খুলতে গেলে আমাদের বিপদ হবে তারা দীর্ঘদিন যাবত জামশেদের জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। যেকোন সময় এ সিন্ডিকেট এখানে জমির জন্য জামশেদের পরিবারের ওপর হামলা করতে পারে। এমনকি জমি দখলে নিয়ে যেতে পারে এটা তাদের স্বাভাবিক ঘটনা। জমেলা খাতুন উক্ত ঘটনায় এলাকায় কোন সমাধান না পেয়ে গত ১৮ অক্টোবর ২০২২ ইং তারিখে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জমালে খাতুন সাংবাদিকদের বলেন, যেকোনো সময় জমি দখলবাজরা আমার পরিবারের লোকজনের উপর হামলা করে জান- মালের ক্ষতি করতে পারে। তাদের হুমকির ফলে পরিবারের লোকজন নিয়ে আতংকে দিন পার করছেন। তিনি স্হানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।
সর্ম্পকিত খবর সমূহ.
October 16, 2024