স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উযাপন উপলক্ষে জেলা পুলিশ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
২৯ অক্টোবর শনিবার সকাল ৯ টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গনে আকাশে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য রেলী উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেনসহ অতিথি বৃন্দরা। রেলী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম-পিপিএম) এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর উপস্থাপনায় “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর আব্দুস ছালাম, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান।