মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মধ্যপাড়ায় গলায় রশি দিয়ে নুপুর আক্তার (১৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গৃহবধু নুপুর আক্তার পীরতলা মধ্যপাড়ার নিলচাঁদ আলীর ছেলে মিঠুন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান শনিবার বিকেলে গলায় ফাঁস দেয়গৃহবধূ নুপুর আক্তার। পরে শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কয়েকজন মিলে লাশ নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়।
নুপুরের বড় বোন মোমেনা খাতুন বলেন, ৩ বছর পূর্বে বিয়ে হয় নুপুর এবং মিঠুনের। বিয়ের সময় নুপুরের বয়স ছিলো ১৫ বছর। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অভাবের সংসারে মাঝেমধ্যেই স্বামীর সাথে ঝগড়াঝাটি লেগেই থাকতো নুপুরের। ইতোপূর্বে একাধিকবার গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল নুপুর।
গৃহবধূ নুপুরের পিতা উজুল হক ‘নিউজ গাংনী’কে বলেন, পারিবারিক কলহের কারণে বেশ কয়েকবার মেম্বার চেয়ারম্যান ডেকে তাদের বোঝানো হয়েছে। কিন্ত কিছুতেই কিছু হয়নি শেষ পর্যন্ত আমার মেয়েকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো।
গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জহির রায়হান ‘নিউজ গাংনী’কে বলেন, পীরতলা গ্রামে একটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।