মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁওয়ে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস” উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই শ্লোগানে ৯ ডিসেম্বর শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সভায় ঠাকুরগাঁও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ: দা:) মোছা: জিন্নাতারা ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, মনোয়ারা বেগম চৌধুরী প্রমুখ।
এ সময় ঠাকুরগাঁও জেলার ১০ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উল্লেখিত ১০ জয়িতাদের সাফল্যের বিষয়ের উপরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।