তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শ্রী শ্রী অদ্বৈত্য মহাপ্রভুর মন্দির পরিচালনার জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন হাওরাঞ্চলের স্বপ্ন সারথি, উন্নয়নের রুপকার আলোকিত তাহিরপুরের স্বপ্নদ্রষ্টা তাহিরপুর উপজেলার সফল উপজেলা চেয়ারম্যান সুনামগন্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অদ্বৈত্য রায়।
শুক্রবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাও গ্রামে অদ্বৈত মন্দিরে সকল নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক দ্রুততার সহিত ৮১ জন সদস্য নির্বাচিত করে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন। এই কমিটি আগামী তিন বৎসর দায়িত্ব পালন করবেন।
সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো অদ্বৈত্য মহাপ্রভুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল । তিনি বলেন হাওর বেষ্টিত এই উপজেলায় আমি নির্বাচিত হবার পর থেকে এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভুমিকা রেখে চলেছি।এলাকার মসজিদ মন্দিরে সর্বোচ্ছ বরাদ্দ দিয়ে উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছি।আমাদের এই পন্যভুমিতে প্রতি বছরেই গঙ্গা স্নান করতে লাখ লাখ বক্তবৃন্ধদের আগমন ঘটে।আমি আপনাদের সন্তান আমাকে আপনারা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত করেছেন আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মন্দিরের উন্নয়ন করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন।