তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনির হাওরের ডুবন্ত বাঁধের ভাঙ্গন বন্ধকরণ ও মেরামত কাজের
শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী শওকত জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান,উপজেলা প্রকৌশলী আরিফ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা জানান, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই পিআইসি কমিটি গঠন করে দ্রুত উপজেলার সবক,টি হাওরে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে।