এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের ও উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার রেজা ই মাহমুদ, উপজেলা প্রানী সম্পাদ কর্মকতা বেলাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার ইমরান চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, গোবিন্দগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, সমাজ সেবা অফিসার শফিউল আলম জুয়েল, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, রাখালবুরুজ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মাষ্টার,
সভায় আলোচকরা বলেন, সকলকে স্ব-স্ব স্থানে থেকে অপরাধ দমনে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করা। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা কিংবা আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ দেয়া হয়।
এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন