তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ হাওর এলাকায় বন্যা দুর্গত এবং কোভিড ১৯ শে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। আজ ২৮ শে ডিসেম্বর সকাল ৯ টায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে গিভ ২ এশিয়া এর সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন ( ডাম)সদর ইউনিয়নের ১৫০ টি পরিবারের মধ্যে ২০ কেজি চাল, সোয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিঁড়া ১ কেজি, . ৫ লবন, . ৫ চিনি, মুঘ ডাল ১ কেজি, ছুলার ডাল ৪ কেজি, বালতি ২০ লিটার ২ টি, মগ ১ টি, গোসলের সাবান ৪ টি, কাপর কাচার সাবান ১ কেজি,বিশুদ্ধ করন টেবলেট ২০ টি,
সহায়তা সামগ্রী বিতরণ কালে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপস্থিত ছিলেন, তৌফিক আহমদ খান কান্ট্রি এডভাইজার,গিভ২ এশিয়া, মোঃ জাহাঙ্গীর আলম যুগ্ম পরিচালক সি সি এন্ড ডি আর আর সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন, সিলভী রহমান, প্রজেক্ট ম্যানেজার, সি সি এন্ড ডি আর আর সেক্টর ঢাকা আহ্ছানিয়া মিশন, শ্রী অরুপ রতন দাশ, প্রজেক্ট ম্যানেজার সি সি এন্ড ডি আর আর সেক্টর ঢাকা আহ্ছানিয়া মিশন সুনামগঞ্জ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক রোকন উদ্দিন সাংবাদিক আবুল কাশেম প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, ইউপি সদস্য জয় রায়, আকসান মিয়া,শফিক মিয়া,লাল মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।