সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ -০২-০১-২০২৩ইং।
বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কেবল সম্মতি দিলেই ২০২৩-২৪ইং সেশনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
খোজ খবর নিয়ে জানা যায়,কুড়িগ্রামবাসীকে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে দেয়া বিশেষ উপহার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘোষনা দেয়ার পর থেকে গত অর্থ বছর এবং চলতি অর্থ বছরে দ্রুততার সহিত যাবতীয় একাডেমিক কার্যক্রম সম্পন্ন করা হয়। নতুন এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা কারিকুলাম আমেরিকা,অস্ট্রেলিয়া এবং দেশের দক্ষ কৃষি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমে সুসম্পন্ন করা হয়। জনবল কাঠামো তৈরী সহ অস্থায়ী ক্যাম্পাস হিসেবে পরিত্যাক্ত কুড়িগ্রাম টেক্সটাইল মিলস্ ক্যাম্পাস ভাড়া হিসেবে নেয়ার কাজও শেষ করা হয়েছে। এছাড়াও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আনুষাঙ্গীক প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড ইতিমধ্যেই সুসম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে কথা হয় ভাইস চেঞ্চেলর ডক্টট জাকির হোসেনের সাথে। জানতে চাওয়া হয় চলতি ২০২৩-২৪ইং সেশনের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ হিসেবে ভর্তি করানো যাবে কি না। এমন প্রশ্নের জবাবে ভিসি ড,জাকির হোসেন বলেন,২০২৩-২৪ইং সেশনের শিক্ষার্থীদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রনালয়ের ক্লিয়ারেন্স সাপেক্ষে প্রধান মন্ত্রী সম্মতি দিলে আমরা ২০২৩-২৪ইং সেশনে ১ম ব্যাচ ভর্তি করাতে পারবো।
এদিকে কুড়িগ্রামের সকল স্তরের মানুুষ এখন মুখিয়ে আছেন,প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির সদয় সম্মতি জ্ঞাপন করবেন তা জানার জন্য।
বঙ্গ বন্ধু কন্যা বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে কুড়িগ্রামবাসীর বিশেষ আবেদন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ব্যবস্থা করা হয়।