এইচ এম শহীদ,পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে-“সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়” জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে ২ই জানুয়ারি সোমবার সকাল১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-(চকরিয়া-পেকুয়া)-সংসদ সদস্য-জনাব জাফর আলম-বিএ(অনার্স) এমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।পেকুয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আরিফ এর পরিচালনায় আলোচনা সভা শুরু হয়। এই সময়- আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সমবায় কর্মকর্তা সহ সাংবাদিক বিভিন্ন পেশার রাজনৈতিক ব্যক্তিত্ব গন। পেকুয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক। উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিদারুল ইসলাম, সাংবাদিক বাহার উদ্দিন, সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম। বক্তারা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমাজ সেবা অধিদপ্তরের সেবা প্রদান সহ বিভিন্ন মতামত জানান। বর্তমান সমাজ সেবায় ৫৪টি কল্যাণমূলক সেবা,১.৫ কোটি উপকার ভোগী,১২৯৮৫জন সমাজ কর্মী তথ্য তুলে ধরেন।। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে সেবা পাওয়া উপকার ভোগী।