মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার – ২০২৩ ইং শিক্ষাবর্ষে ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ০৯টায় লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার আয়োজনে মাদরাসার হল রুমে ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে ও কামিল প্রথম বর্ষের ছাত্র মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার গভর্ণিংবডি সভাপতি, অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করছেন, তারই ধারাবাহিকতা মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি আধুনিকতায় আনতে সক্ষম হয়েছে , বিশেষ করে তিনি ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও অত্র মাদরাসার সভর্ণিংবডি সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম (মঞ্জু তালুকদার), উপাধ্যক্ষ মোঃ বিন ইয়ামিন।
এসময় শিক্ষক ,গভর্ণিংবডি সদস্য ছাত্র- ছাত্রী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ছবক প্রদান ও দোয়া মোনাজাত পরিচালনা করেন গভর্ণিংবডির সদস্য লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ মোঃ দেলোয়ার হোসেন।