মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার থানার বিশেষ অভিযানে নেশাজাতীয় নিষিদ্ধ ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৯শে জানুয়ারী) গ্রেপ্তারকৃত দুইজনকে নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে ডোমার থানার এসআই আবু সাব্বির ও এসআই সাকিলের নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রাখার দায়ে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের পুত্র সামিউল ইসলাম (২১) ও ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের পুত্র রাব্বি ইসলাম (২৫)। এ ঘটনায় ডোমার থানার এসআই আবু সাব্বির বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করেন। যার মামলা নং- ১২ (০১) ২৩। উল্লেখ্য, আটক হওয়া সামিউলের কাছে ৪০ পিস ও রাব্বির কাছ থেকে ৩০ পিস সহ মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্ম্পকিত খবর সমূহ.
October 16, 2024