নিজস্ব প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে অবস্থিত ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ফেব্রুয়ারি ২৩ ইং রোজ: মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় কুঞ্জেরহাট ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভোলা-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ,ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নওরীন হক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।ভোলা-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ,ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নওরীন হক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবর চন্দ্র দে,
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়শা ছিদ্দিকা , ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মান্নান কাজী ,আলহাজ্ব আব্দুল রব কাজী সভাপতি অত্র বিদ্যালয় পরিচালনা কমিটি,ও চেয়ারম্যান ৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদ,উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জুলফিকার আলী তুহিন হাওলাদার,দাতা সদস্য অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটি আলহাজ্ব নুরুল আমিন নিরব মিয়া হাওলাদার,প্রক্তন সভাপতি কুঞ্জেরহাট বাজার কমিটি আলহাজ্ব ফয়েজ আহমেদ মাতাব্বর , ডি,টি,এম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবর চন্দ্র দে ,সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দুরা,
এসময় ভোলা-২আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, ২০০১ সালে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বিএমপি যে অন্যায় অত্যাচার করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মানবতার জননী শেখ হাসিনা, উন্নয়ন মূলক কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।আর দেশকে এগিয়ে নিতে গেলে আগে শিক্ষা মান উন্নয়ন করতে হবে।তাই শিক্ষা প্রতিষ্ঠান গুলো উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন, এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জানুয়ারি মাসের ১তারিখে কমলমতি ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই বিতরণ করেন। এবং ১০০% শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেন। পরবর্তীতে তার আম্মুর মৃত্যু বার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,ডি,টি,এম , মাধ্যমিক বিদ্যালয়ের যেই কোন সমস্যা হলে আমাকে বললে আমি সমস্যা সমাধান করার চেষ্টা করবো।