স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা লোকজন এর উদ্যোগে চলতি মৌসুমে তরমুজ চাষ ও বাজারজাত করনে সমস্যা নিরসন এবং সরকারি পৃষ্ঠপোষকতার দাবীতে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। ১৫ ই ফ্রেব্রয়ারী বুধবার সাড়ে ১২ টায় নির্বাহী অফিসারের অফিসকক্ষে দাকোপের কৃষক সংগঠন ও লোকজ এর পক্ষ থেকে খুলনার -দাকোপ ও বটিয়াঘাটা উপজেলাকে তরমুজ চাষের জন্য কৃষি অনৈতিক জোন ঘোষণা করা, নদী খাল লিজ অবমুক্ত ও খননকরে চাষের জন্যে সেচের ব্যবস্হাকরা,তরমুজ পরিবহন ও বিপণনণ ব্যবস্হাকে মধ্যে সত্ত্বভোগীদের হাত থেকে রক্ষা করা সহ ১১ দফা দাবীতে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেনবাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,আইন বিচারবিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার( এমপি), দাকোপ উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত,, লোকজের নির্বাহীপরিচালক দেবপ্রসাদ সরকার, মিলন কান্তি মন্ডল, হিমাদ্রী রায়, কৃষক সংগঠনের সঞ্জীব রায়,গীতারপ্তান,হরিপদ চক্রবর্তী, প্রসেন রায়,মোঃ শাহাদাৎ গাজী,উত্তম মন্ডল,রমেশ হালদার প্রমুখ।