মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী আলহাজ্ব শফিউল আজম এডুকেশনাল ইনস্টিটিউ এর বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক শাহিনুল হক মার্শাল।
এই সময় তিনি ছাত্র-ছাত্রীকে উদ্দেশ্য করে বলেছেন,আমি একসময় তোমাদের মত ছাত্র ছিলাম আমার স্বপ্ন লক্ষ্য উদ্দেশ্য একটায় আমি সফল হয়ে পরিবারের মুখ উজ্জ্বল ও দেশ এবং জাতির জন্য কাজ করবো। আল্লাহ আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনীত করে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আশা করছি তোমারও উচ্চ শিক্ষা গ্রহন করে দেশের জন্য কিছু করবে। মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজ ও পরিবার প্রতিবেশীসহ সকল কে মাদক দুর্নীতি থেকে বিরত থাকতে সহযোগিতা করতে হবে।
ক্রীড়াঙ্গন হচ্ছে আমার জীবনের সফলতা অর্জনের প্রথম সোপান,তাই আমি ক্রীড়াঙ্গনের জন্য সব কিছু করতে পুস্তুত এক কথায় আমি নিজেকে ক্রীড়ার জন্য উৎসর্গ করবো।
আলহাজ্ব শফিউল আজম এডুকেশনাল ইনস্টিটিউ এর বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে তিন এসব কথা বলেন,আমি যতদিন জেলা পরিষদের দায়িত্বে আছি ততদিন আপনাদের জন্য আমার দরজা খোলা থাকবে।কোন সময় অনুমতি নিয়ে কাউকে আসতে হবে না।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন, ২নং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, আলহাজ্ব শফিউল আজম এডুকেশনাল ইনস্টিটিউ প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব শফিউল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠান সমাপ্তি হয়।